আশুলিয়ায় ২ পোশাক কারখানায় অগ্নিসংযোগ
আশুলিয়ার জিরানি এলাকায় দুটি পোশাক কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
আশুলিয়ার জিরানি এলাকায় দুটি পোশাক কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ঢাকা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রকিবুল হাসান সন্ধ্যা ৭টার দিকে দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানান।
তিনি বলেন, বিকেলে জিরানী এলাকায় দুটি পোশাক কারখানায় দেওয়া হয়। খবর পেয়ে আমাদের টিম পাঠানো হয়েছিল। কিন্তু গাড়ি যেতে পারেনি। পথেই গাড়ি ভেঙে দেওয়া হয়েছে।
Comments