কারখানা খোলার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

এসময় এক ঘণ্টার বেশি যান চলাচল বন্ধ থাকে
কারখানা খোলার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভে যানজট দেখা দেয়। ছবি: সংগৃহীত

কারখানা খোলার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।

এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ সোমবার সকাল ৯টায় অ্যাপারেল প্লাস লিমিটেড কারখানার প্রায় এক হাজার শ্রমিক এ বিক্ষোভ শুরু করেন।

চান্দনা চৌরাস্তার কর্মরত ট্রাফিক পুলিশ সদস্য (টি আর) আল মামুন দ্য ডেইলি স্টারকে জানান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ১১টার দিকে যান চলাচল শুরু হয়।

শ্রমিকেরা দ্য ডেইলি স্টারকে বলেন, গত ১৭ জুলাই কারখানাটি বন্ধ করে দেয় মালিক। আমরা কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছি। এছাড়া আমাদের বকেয়া বেতনও পরিশোধ করতে হবে।

এ বিষয়ে অ্যাপারেল প্লাস লিমিটেডের মালিক শাহাদাৎ হোসেনকে ফোন দিলেও তিনি ধরেননি। 

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রেজাউল হক দ্য ডেইলি স্টারকে জানান,  পোশাক কারখানাটি ১৩/১ ধারায় বন্ধ রয়েছে। খোলার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছে।

Comments