সিনিয়র সচিব হলেন সদ্য নিয়োগপ্রাপ্ত ৫ সচিব

মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এবং ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগে পদায়ন করা হয়েছে।

সদ্য নিয়োগ পাওয়া পাঁচ সচিবকে সিনিয়র সচিব করা হয়েছে।

আজ রোববার এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই কর্মকর্তাদের মধ্যে শেখ আব্দুর রশীদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে, ড. নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে, এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ে, মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এবং ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগে পদায়ন করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

Comments