তাপস-আতিকসহ ১২ সিটি মেয়রকে অপসারণ

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের তাদের পদ থেকে অপসারন করেছে সরকার।

আজ সোমবার স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সিটি করপোরেশনগুলো হচ্ছে—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, বরিশাল, সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন ও ময়মনসিংহ সিটি করপোরেশন।

প্রশাসক হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শের আলীকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে এনডিসি মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহমুদুল হাসানকে।

এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনারদের। গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্বে থাকবেন ঢাকার বিভাগীয় কমিশনার।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামানকে এবং কুমিল্লা সিটির দায়িত্বে থাকবেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক। 

এর আগে ৩২৩টি পৌরসভার মেয়র, ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ৫৩টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এবং জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন।

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

3h ago