রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিকেলে প্রধান উপদেষ্টার বৈঠক

বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ড. ইউনূসের কার্যালয় যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হবে।

শিডিউলে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আশা করা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে বিশদে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা হবে।

এর আগে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

Comments