ড. ইউনূস ও তারেক রহমানের ১৩ জুনের বৈঠকটি হবে ঐতিহাসিক: রিজভী

রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠিতব্য বৈঠকটিকে 'ঐতিহাসিক বৈঠক' বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এই বৈঠক 'বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সুবাতাস বয়ে নিয়ে আসবে এবং দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে।'

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, 'পুরো জাতি তাকিয়ে আছে। আমরা দলের নেতাকর্মীরা তাকিয়ে আছি। সরকার প্রধানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক হবে—এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের সংবাদ। আমরা সেই বৈঠকের দিকে চেয়ে আছি।'

তিনি বলেন, 'বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে আর যেন নিঃশেষ না হয়ে যায়, এ জন্য আমি মনে করি এটি একটি ঐতিহাসিক বৈঠক হবে।'

'বৈঠক না হওয়া পর্যন্ত বুঝতে পারছি না কী নিয়ে আলোচনা হবে। ডিসেম্বরে নির্বাচনের দাবি নিয়ে আমরা আমাদের যুক্তি প্রদর্শন করেছি। এটি নিয়ে আলাপ-আলোচনা চলতে থাকবে,' যোগ করেন তিনি।

চার দিনের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। তিনি দ্য ডরচেস্টারে হোটেলে রয়েছেন। সেখানেই ১৩ জুন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত (লন্ডন সময়) তারেক রহমানের সঙ্গে তার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Three of a family 'beaten to death' in Cumilla

Police say villagers beat them on suspicion of drug trading

53m ago