সরকার পতনের এক মাস: কাল সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’

টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। ছবি: স্টার

শেখ হাসিনা সরকারের পতনের এক মাস আগামীকাল ৫ আগস্ট। আন্দোলন চলাকালে শহীদদের স্মরণে আগামীকাল সারাদেশে 'শহীদি মার্চ' কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম এ ঘোষণা দেন।

সারজিস বলেন, 'আমরা মনে করছি, যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণের সময় এসেছে। সেজন্য আগামীকাল বৃহস্পতিবার ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ করব।'

তিনি আরও বলেন, 'আমি প্রত্যেক শহীদের পরিবারকে এতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা চাই আগামীকাল সারাদেশ উত্তাল হোক। বিকেল ৩টায় রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শহীদ মিছিল শুরু হবে।'

রাজু ভাস্কর্য থেকে মিছিলটি নিউমার্কেট, ধানমন্ডি, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে বলে জানান তিনি।

ছাত্রনেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে, কেউ চাঁদাবাজি, নির্যাতন বা অসদাচরণসহ যেকোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকলে আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আবু বকের মজুমদার বলেন, 'ছাত্র আন্দোলনের চেতনাকে কেউ কলঙ্কিত করার চেষ্টা করলে তাদের হস্তান্তর করার আহ্বান জানাচ্ছি।'

আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর গুলি চালানোর জন্য দায়ীদের চিহ্নিত করতে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠনেরও ঘোষণা দেন তিনি।

Comments

The Daily Star  | English
explosions at Jammu airport today

Explosions at Jammu airport in Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

34m ago