সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার আদেশ ২০ জুলাই

সারজিস আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার আদেশের তারিখ আগামী ২০ জুলাই নির্ধারণ করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

আদালতের আদেশ নিয়ে ফেসবুকে পোস্ট করায় সারজিসের বিরুদ্ধে গত ২৮ মে আদালত অবমাননা রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন।

রিট আবেদনে তিনি বলেন, ২২ মে সারজিস তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্টে আদালতের আদেশ নিয়ে এমন মন্তব্য করেছেন, যা রাষ্ট্রের বিচার বিভাগের প্রতি চরম অবজ্ঞাসূচক, অবমাননার বহিঃপ্রকাশ।

আবেদনে সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার রুল ইস্যু করার আদেশ চাওয়া হয়।

রাষ্ট্রপক্ষে রিটের শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুর রহমান।

উল্লেখ্য, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদের বিষয়ে একটি রিট আবেদন গত ২২ মে হাইকোর্ট সরাসরি খারিজ করে দেন। রিটে বিএনপি নেতা মোহাম্মদ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল।

এই রিট খারিজের পর সারজিস আলম তার ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন, যাকে আদালত অবমাননা হিসেবে উল্লেখ করে রিট করেছিলেন অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

14h ago