অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী আরও ২ দিনের রিমান্ডে

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবু তাহের মিয়া তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলহাস উদ্দিন আজ এ আদেশ দেন।
আব্দুল্লাহিল কাফী
আব্দুল্লাহিল কাফী | ছবি: প্রথম আলোর সৌজন্যে

ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে একটি হত্যাচেষ্টার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবু তাহের মিয়া তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলহাস উদ্দিন আজ এ আদেশ দেন।

আদালতে কর্মরত একজন সহকারী উপ-পরিদর্শক দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন।

গত ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলাটি করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী রবিওসানি শিপু।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট ঢাকার আশুলিয়ায় বাইপাইল সেন্টিয়াল জামে মসজিদের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার সময় বিকেল ৪টার দিকে মামলার বাদী গুলিবিদ্ধ হন।

এর আগে ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় সাভার বাজার বাসস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ আশাবুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় সাভার থানায় দায়ের হওয়া মামলায় গত ১২ সেপ্টেম্বর কাফিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র ছিলেন।

২০১৯ সালে ইঞ্জিনিয়ার আরিফ মাইনুদ্দিনকে অপহরণের অভিযোগে হাজারীবাগ থানায় দায়ের করা একটি মামলায় চার সেপ্টেম্বর কাফিকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

 

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is leading the six-member delegation at the State Guest House Jamuna.

1h ago