গাজীপুরে ব্যাংক কর্মকর্তাদের কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

সোনালী ব্যাংক কর্তৃপক্ষের করা এ মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরে সোনালী ব্যাংকের একটি উপশাখার দুই কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে ব্যাংকের প্রায় আট লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

সোনালী ব্যাংক কর্তৃপক্ষের করা এ মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের।

আজ সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার তদন্ত কর্মকর্তা মো. রাহেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রোববার বিকেলে সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার সাত লাখ ৮৪ হাজার টাকা জমা দিতে আনসার সদস্যদের নিয়ে ব্যাংকের দুই কর্মকর্তা গাজীপুর কোর্ট বিল্ডিং শাখায় যাচ্ছিলেন। পথে রথখোলা এলাকায় তারা হামলার শিকার হন।

পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য, অস্ত্রধারীরা অটোরিকশা থামিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে ফাঁকা গুলি ছুড়ে ও চারজনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যান। আশপাশের লোকজন আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় আহতরা হলেন সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯) ও ক্যাশ কর্মকর্তা ফারজানা নাজনীন সিমু (২৭) এবং আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০)।

তারা এখন তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Comments

The Daily Star  | English

Gaza still bleeding

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

1h ago