সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজনের আহ্বান গণফোরামের

‘সংস্কার শেষ না করে নির্বাচন হলে (আগের মতো) একই অবস্থা হবে।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। ছবি: পিআইডি

নির্বাচন কমিশন পুনর্গঠন ও চলমান সংস্কার কাজ শেষ করে দ্রুত আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে গণফোরাম।

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে দলের নয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় সংলাপকালে এ আহ্বান জানান।

সংলাপ শেষে গণফোরামের সমন্বয়ক দলের চেয়ারম্যান মোস্তাফা মোহসীন মন্টু সাংবাদিকদের বলেন, 'আমরা খুব দ্রুত নির্বাচন চাই। তবে কোনো নির্দিষ্ট তারিখ দেইনি। সংস্কার শেষ না করে নির্বাচন হলে (আগের মতো) একই অবস্থা হবে।'

তার ভাষ্য, 'নির্বাচনের আগে আমরা রাম হয়ে কাজ করি, নির্বাচনের পর রাবন হয়ে যাই।'

গণফোরামের এই নেতা আরও বলেন, 'আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এ জন্য নির্বাচন কমিশনে যোগ্য ব্যক্তি নিয়োগের জন্য সার্চ কমিটি বা যা যা প্রয়োজন তা করা উচিত।'

Comments

The Daily Star  | English

Ban Awami League: LDP president

Liberal Democratic Party President Col (Retd) Oli Ahmed today demanded that the interim government ban Awami League as the party fought against the country’s people in July and August

2h ago