‘তর্কের’ জেরে প্রতিবেশীর গুলিতে যুবক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় 'তর্কের' জেরে প্রতিবেশীর গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
নিহত পাভেল (৩৫) ফতুল্লার কাশীপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
আজ সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত প্রতিবেশী রায়হান বাবু পলাতক বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বড়ভাই মো. মাসুম ডেইলি স্টারকে বলেন, 'কাশীপুর মধ্যপাড়া এলাকায় কবুতর নিয়ে তর্কের জেরে সোমবার ভোরে রায়হান বাবু পিস্তল দিয়ে পাভেলকে গুলি করে।'
তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাসুদ জানান, গুলিবিদ্ধ পাভেল বিকেল সাড়ে ৩টার দিকে মারা গেছেন।
ওসি শরীফুল ইসলাম বলেন, 'ভোর চারটার দিকে গুলির ঘটনা ঘটে। নিহত যুবক রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন।'
ওসি আরও বলেন, 'অভিযুক্ত রায়হান বাবুর সঙ্গে নিহত যুবকের মাদককে কেন্দ্র করে সখ্যতা ছিল। ভোরে দুজনের মধ্যে তর্কের জেরে বাবু গুলি চালায়।'
অভিযুক্ত রায়হান বাবুকে আটকের চেষ্টা করছে পুলিশ।
Comments