প্রতিবেশী দেশের মিডিয়া উসকানি দিচ্ছে, মিথ্যা খবর ছড়াচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশের গণমাধ্যম বাংলাদেশের বিভিন্ন বিষয়ে মিথ্যা সংবাদ প্রচার করে উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে প্রতিবেশী দেশের নাম উল্লেখ করেননি উপদেষ্টা।

আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদরদপ্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিশেষ বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সিএমপির মাল্টিপারপাস সেডে ঘণ্টাব্যাপী এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, 'আমরা কাউকে উসকানি দেই না। আপনারা দেখছেন প্রতিবেশী দেশ কীভাবে আমাদের উসকানি দিচ্ছে? এটা কোন প্রতিবেশী দেশ খুঁজে বের করুন।'

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'যদি আমরা ভুল করি, সাহস করে লিখুন, কিন্তু ভুয়া খবর প্রকাশ করবেন না। প্রতিবেশী দেশের মিডিয়ার আমাদের মতো সুনাম নেই। তারা ভুয়া খবর প্রকাশ করেছে। আপনারা এর কাউন্টার দিতে পারেন সত্য লিখে।'

পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, 'আমাদের বন্দর সবার জন্য উন্মুক্ত। জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত থেকে আসে এবং পরে বাংলাদেশে পৌঁছানোর আগে অপর একটি দেশে নোঙর করে। জাহাজটি পেঁয়াজ, খেজুর এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে আসছে। আমরা কি জাহাজ আসতে দেবো না? যারা এ ধরনের গুজব ছড়ায় তারা দেশের শত্রু।'

তিনি আরও বলেন, 'বন্দরনগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, কিন্তু সন্তোষজনক নয়। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৈতিক শক্তি বৃদ্ধিতে কাজ করছি।'

ঢালাও মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'বেশিরভাগ মামলা ভুয়া। আগে ভুয়া মামলা করত পুলিশ। তারা ১০টা নাম আর ৫০টা বেনামি আসামি দিত। এখন পাবলিক (জনগণ) দিচ্ছে ১০টা নাম, ৫০টা ভুয়া নাম। মামলাগুলো পুলিশ, র‍্যাব কিংবা আনসার দেয়নি। জনগণই দিচ্ছে।'

'তদন্তে কেউ যেন হয়রানির শিকার না হন, সেই ব্যবস্থা নিচ্ছি। ভুয়া মামলায় কেউ যেন হয়রানির শিকার না হন, সরকার সে বিষয়ে সজাগ,' বলেন তিনি।

মামলার আসামি হওয়া এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'এ বিষয়ে আমরা টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়েছি বিভিন্ন মিডিয়ায়। সত্যিকারের মামলা হলে আপনাকে (প্রশ্নকারী সাংবাদিক) ধরার কথা। এ রকম যাদের নামে মামলা হয়েছে, কাউকে কি ধরা হয়েছে? আপনি যে হেনস্তার শিকার হননি, এ জন্য আমাদের আরও ধন্যবাদ দেওয়ার কথা।'

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. মইনুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান, সিএমপি কমিশনার হাসিব আজিজ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago