ইসকন বিষয়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে জানতে চেয়েছেন হাইকোর্ট

তত্ত্বাবধায়ক সরকার
স্টার ফাইল ফটো

ইসকন বিষয়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আগামীকাল বৃহস্পতিবার আদালতকে এ বিষয়ে জানাতে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানকে নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন ইসকনের কার্যক্রম নিয়ে দুটি সংবাদপত্রের প্রতিবেদন বেঞ্চে উত্থাপন করেন এবং আর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ এবং চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির জন্য আদেশ চেয়ে প্রার্থনা করেন।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান হাইকোর্টকে বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলা করছে। সাম্প্রতিক ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।

এ সময় হাইকোর্টের বিচারপতিরা বলেন, পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনোভাবেই অবনতি না ঘটে।

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

2h ago