ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বিক্ষোভ

ডাক্তারদের ভাতা বাড়ানোর দাবি
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। ছবি: রাফিউল ইসলাম

মাসিক ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি শিক্ষান ট্রেইনি চিকিৎসকরা।

অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

বিক্ষোভকারীরা জানান, সকাল ১০টার দিকে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জড়ো হন এবং পরে শাহবাগ মোড়ের দিকে মিছিল নিয়ে যান।

আন্দোলনকারীদের একজন বলেন, তারা দীর্ঘদিন ধরে মাসিক ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন, কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবিতে কর্ণপাত করেনি।

এসময় তারা স্লোগান দিচ্ছিলেন, 'তুমি কে আমি কে, ডাক্তার ডাক্তার', 'দাবি মোদের একটাই ৫০ হাজার ভাতা চাই', 'আর নয় কালক্ষেপণ, দিতে হবে প্রজ্ঞাপন'।

তারা জানান, ঢাকা শহরে ২৫ হাজার টাকা দিয়ে চলা খুব কষ্টকর। তাই দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছেন। রোগীর ভালো সেবা নিশ্চিত করতে হলে ডাক্তারদের অবশ্যই ৫০ হাজার টাকা ভাতা দিতে হবে।

'এটা আমাদের যৌক্তিক দাবি,' বলেন তারা।

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

1h ago