নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক ১৬-১৯ ফেব্রুয়ারি

আগামী ১৬-১৯ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

ভারতীয় গণমাধ্যমে হিন্দুস্তান টাইমসের গতকাল বুধবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ১৬-১৯ ফেব্রুয়ারি ভারত সফর করবেন। 

এ সময় তিনি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন।

গত আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর এটাই হবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের প্রথম বৈঠক।

সীমান্তে বেড়া দেওয়া এবং সীমান্তের অপরাধ ঠেকানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে বলে এ বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে গত নভেম্বরের বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকের কথা থাকলেও, পরে তা স্থগিত করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানান, ফেব্রুয়ারির বৈঠকে ভারতের পক্ষ থেকে অবৈধ অভিবাসন ও চোরাকারবার বন্ধে বর্ধিত সহযোগিতার আহ্বান জানানো হবে।

ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত। পুরো সীমান্তজুড়ে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ভারত সরকার পর্যায়ক্রমে ফ্লাডলাইটসহ সীমান্তে বেড়া স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ভারত এখন পর্যন্ত ৩ হাজার ১৯৬ কিলোমিটার সীমান্তে বেড়া দিয়েছে।

Comments

The Daily Star  | English

Tribunal-2 to be formed to expedite trials: ICT Adviser

Alam did not elaborate on the specific legal amendments or timeline for the formation of the new tribunal

17m ago