অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারগুলোর পাশে থাকবে: তথ্য উপদেষ্টা

রায়েরবাজার কবরস্থানে উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই শহীদ পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হবে।

আজ শনিবার রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করার পর সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদদের কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে কথা বলার জন্য নাহিদ আজ সকালে রায়েরবাজার কবরস্থানে আসেন। কবর জিয়ারতের পর উপদেষ্টা শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।

নাহিদ বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহীদদের পরিচয় শনাক্ত করার কাজ চলমান আছে বলেও মন্তব্য করেন তিনি।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago