আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল না—সন্ত্রাসী সংগঠনও: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল না—সন্ত্রাসী সংগঠনও। তার থেকে বড় বিষয়, এটি একটি ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকেও পরাস্থ করতে হবে।'

তিনি বলেন, 'শুধু আইনিভাবে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগকে মোকাবিলা করতে পারবো না। এই আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে ও বুদ্ধিভিত্তিকভাবে মোকাবিলা করতে হবে।'

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী শহরের এক নম্বর রেলগেটের শহীদ স্মৃতি চত্বরের সামনে জুলাই পদযাত্রা কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, 'আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি; মুজিববাদ। এই মুজিববাদী আদর্শই আওয়ামী লীগের গোড়া। বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, গুম-খুন সব কিছু জায়েজ করেছে মুজিববাদী আদর্শ।'

'আমরা বলেছি, মুজিববাদ আর মুক্তিযুদ্ধ এক নয়। এই মুজিববাদীদের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে,' যোগ করেন তিনি।

এনসিপির এই শীর্ষ নেতা আরও বলেন, 'বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে হবে। যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল, তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল। তাদের কাছ থেকে রক্ষা করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সেই লড়াইয়ে আমরা রাজবাড়ীবাসীকে পাশে পাব।'

তিনি বলেন, 'রাজবাড়ীর সাহসী সন্তানেরা জুলাইতে শহীদ হয়েছে। সেই শহীদদের আদর্শকে আমরা ধারণ করি। আকাঙ্ক্ষাকে ধারণ করি। আমরা জানি, আমাদের কেউ পরাজিত করতে পারবে না। আমরা জানি, আমাদের শত্রু-মিত্র কে। আমাদের লক্ষ্য একটি নতুন বাংলাদেশ নির্মাণ করা।'

পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে নাহিদ বলেন, 'আমাদের সমস্যা খুঁজে বের করতে হবে। সমস্যা খুঁজে বের করতে না পারলে তার কী সমাধান করব! তাই আমরা সমস্যা খুঁজে বেড়াচ্ছি সারা দেশে। এই পদযাত্রার অন্যতম প্রধান উদ্দেশ্য জেলায় জেলায়, এলাকায় এলাকায় সমস্যাগুলো চিহ্নিত করা। আমরা আপনাদের সমস্যা সমাধানের রাজনীতি করতে চাই।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

7h ago