সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন গোলড়া গ্রামের বাসিন্দারা।
আজ বুধবার দুপুর সোয়া ৩টায় এই প্রতিবেদন লেখার সময় অবরোধকারীরা সেখানে অবস্থান করছিলেন।
সংশ্লিষ্টরা দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে গোলড়া গ্রামের কয়েক শ মানুষ ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে তা অবরোধ করে রাখেন।
অবরোধের পর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। মহাসড়কের দুই পাশে প্রায় সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এলাকাবাসী জানান, উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের পুরোনো এক সড়ক বন্ধ করে দিয়েছে তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামে দুই প্রতিষ্ঠান।
সড়ক বন্ধ হওয়ায় তাদের চলাচলে বেশ সমস্যা হচ্ছে। এর প্রতিবাদে সড়কটি পুনরুদ্ধারের দাবিতে ধানকোড়া ইউনিয়নে তারাসীমা অ্যাপারেলস লিমিটেড ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের গেট-সংলগ্ন মহাসড়কে অবস্থান নেয় গ্রামবাসী।
প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও অবরোধকারীদের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।
স্থানীয়রা আরও জানান, প্রতিষ্ঠান দুটির কর্মীরা সড়কে দেয়াল তুলে দিয়েছেন। এর প্রতিনিধিরা পুলিশ ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে তাদের সরানোর চেষ্টা করছেন।
অবরোধকারী বলছেন, যতক্ষণ না সড়ক খুলে দেওয়া হবে, ততক্ষণ তারা মহাসড়ক ছাড়বেন না।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, 'ঢাকা-আরিচা মহাসড়কে গোলড়া গ্রামবাসী মহাসড়কে অবস্থান নিয়েছেন। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। দুই পক্ষের সঙ্গেই আলোচনা চলছে।'
বিষয়টি দ্রুত সমাধান হবে বলেও আশা করেন তিনি।
Comments