গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানা শ্রমিকেরা।

এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় ইউটাহ নিটিং অ্যান্ড ডায়িং কারখানার শ্রমিকরা ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

সকালে শতাধিক শ্রমিক কারখানায় কাজ বন্ধ রেখে কারখানার নিচে বিক্ষোভ শুরু করেন। পরে মহাসড়কে অবস্থান নেন।

শ্রমিকদের দাবি, ঈদুল ফিতরের আগে শ্রমিকদের ছুটি বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিতে হবে।

গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত

সকাল সাড়ে ৯টায় সালনা হাইওয়ে থানায় ওসি সালেহ আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, সরকারি ছুটি অনুযায়ী তাদেরকে একই সমান ছুটি দিতে হবে এমন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশের সদস্যরা শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।

এ বিষয়ে ইউটাহ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কারও বক্তব্য পাওয়া যায়নি।

পরে গাজীপুর শিল্প পুলিশের (হোতাপাড়া জোন) ইনস্পেকটর আবদুল লতিফ দ্য ডেইলি স্টারকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সকাল পৌনে ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago