পুতুলের সূচনা ফাউন্ডেশনের ‘অস্তিত্ব’ পাওয়া যায়নি: দুদক

সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের নিবন্ধিত ঠিকানায় গিয়ে অফিসের 'অস্তিত্ব' খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদক উপপরিচালক আখতারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

সূচনা ফাউন্ডেশনের কর ছাড় এবং আর্থিক অনিয়ম সম্পর্কিত নথি সংগ্রহের জন্য আজ অভিযান চালায় দুদক।

দুদকের সহকারী পরিচালক নওশাদ আলীর নেতৃত্বে চার সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম সমাজসেবা অধিদপ্তরের কাছ থেকে সূচনা ফাউন্ডেশনের ঠিকানা নিয়ে ধানমন্ডি অফিস ও এনবিআর কার্যালয়ে অভিযান চালায়।

পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত আছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, পুতুলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে।

পূর্বাচলে প্লট অধিগ্রহণের ক্ষেত্রে 'তথ্য গোপন করা ও ক্ষমতার অপব্যবহার' করার অভিযোগে দুদকও একটি মামলা করেছে পুতুলের বিরুদ্ধে।

অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংস্থা সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ২০১৪ সালে। সংস্থাটি মানসিক প্রতিবন্ধকতা, স্নায়বিক ব্যাধি, অটিজম ও মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করত বলে জানা গেছে। সায়মা ওয়াজেদ পুতুল এর ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন।

গত নভেম্বরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সূচনা ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয়।

 

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

5h ago