বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

বিশ্ব ইজতেমা, তাবলিগ জামাত, বিজিবি, টঙ্গী,
সোমবার সকাল থেকে মুসল্লিরা ইজতেমার মাঠে আসতে শুরু করেন। ছবি: স্টার

টঙ্গীর তুরাগ নদে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। আজ সোমবার ফজরের নামাজ শেষে আম বয়ানের মাধ্যমে দ্বিতীয় ধাপ শুরু হয়।

এর আগে, গতকাল রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়। প্রথম ধাপে অংশ নেওয়া মুসল্লিরা ইতোমধ্যে ইজতেমার মাঠ ছেড়েছেন।

তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ সকাল ১০টা থেকে নজমের জামাতের সাথীদের সঙ্গে বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। মাঠ এখন দ্বিতীয় ধাপের অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত।'

তিনি জানান, এই ধাপে অংশ নিচ্ছেন যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবান জেলা। এই ধাপে মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশসহ ২২টি জেলা অংশগ্রহণ করছে।

হাবিবুল্লাহ রায়হানের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ধাপের ইজতেমার দুয়া শেষ করেই তাবলীগের স্বেচ্ছাসেবক কর্মীরা বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কার করার কাজ শেষ করে। মাঠে ইতোমধ্যে ৭৬ দেশ থেকে প্রায় তিন হাজার ৫০ জন বিদেশি অবস্থান নিয়েছেন।

এদিকে মুসল্লিদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেনটেন্টেই সাধারণ ডাইরি করার ব্যবস্থা নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ, দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments

The Daily Star  | English
Bangladesh alleges border abuse by BSF

Those pushed-in allege torture, abuses in India

Several Bangladeshi nationals have alleged that Indian authorities tortured them prior to pushing them across the border.

8h ago