বইমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে আক্রমণের ঘটনায় ২০৬ নাগরিকের উদ্বেগ

অমর একুশে বইমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের ২০৬ জন প্রতিনিধি।

মঙ্গলবার গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের সংবাদ বিজ্ঞপ্তিতে চারটি দাবিও উত্থাপন করা হয়েছে।

সেগুলো হলো—

১. ঘোষণা দিয়ে পুলিশ ও মিডিয়ার সামনে চালানো এই আক্রমণের সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

২. সব ধরণের মত ও পথের বই প্রকাশের অবারিত স্বাধীনতা নিশ্চিত করতে যেকোনো ধরণের ফ্যাসিবাদী হামলা মোকাবিলায় বইমেলা ও প্রকাশনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। কোনো গোষ্ঠীর উসকানি, দাবি বা হামলায় কোনো অবস্থাতেই যেন কোনো স্টল সাময়িকভাবেও বন্ধ না হয়। যদি মহাপরিচালক এটি নিশ্চিত করতে না পারেন, তাহলে ধরে নিতে হবে যে বাংলা একাডেমির সেই মহাপরিচালক সপদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।

৩. সারা দেশে মাজার, ওরস শরীফ ও মেলায় আক্রমণ, নারী ফুটবলের ওপরে হামলা ও বিভিন্ন ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের স্মারকে ভাঙচুরের সঙ্গে জড়িত ধর্মীয় ফ্যাসিবাদীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

৪. অবিলম্বে সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে সই করেছেন রাহাত মুস্তাফিজ, লেখক ও অ্যাক্টিভিস্ট; অনুপম সৈকত শান্ত, লেখক ও অ্যাক্টিভিস্ট; নাদিয়া ইসলাম, লেখক ও গবেষক; কৌশিক আহমেদ, সদস্য, জনভাষ্য; পূরবী তালুকদার, অ্যাক্টিভিস্ট; তাইনুর রহমান, মার্কেটিং অফিসার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস; ফেরদৌস আরা রুমী, কবি ও অধিকার কর্মী; আরিফ রহমান, লেখক ও সাংবাদিক; জামাল আবেদীন ভাস্কর, ব্যবসায়ী; মীর হুযাইফা আল মামদূহ, গবেষক; দিলশানা পারুল, রাজনৈতিক কর্মী ও উন্নয়ন পেশাজীবীসহ ২০৬ জন নাগরিক।

Comments

The Daily Star  | English

BNP won’t tolerate extortionists, grabbers: Rizvi

Attempts are being made to create chaos in the society in the name of "mob culture", says the BNP leader

8m ago