নিরাপত্তা বাড়াতে কালুরঘাট সেতুতে ৬০ নেভিগেশন লাইট

নিরাপত্তা বাড়াতে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ৬০টি নেভিগেশন লাইট বসানো হয়েছে। কর্ণফুলী নদীতে নৌযান পরিবহনের ক্ষেত্রে এই নেভিগেশন লাইট গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।
সেতুর সংস্কার কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক মো. মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, ২০২৩ সালের ১ আগস্ট ৯০ বছরের পুরনো এ সেতুর সংস্কার কাজ শুরু হয়। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে সেতুর সংস্কারকাজ শেষ হয়েছে গত বছরের অক্টোবরে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, কক্সবাজারমুখী ট্রেন চলাচলের জন্য কালুরঘাট সেতু গুরুত্বপূর্ণ। বিভিন্ন মৌসুমে কর্ণফুলী নদীতে নৌ-পরিবহন এবং কালুরঘাট সেতুতে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে এই নেভিগেশন লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে, বিশেষ করে রাতে নৌযান চলাচলের জন্য ৩০টি উজানে এবং ৩০টি ভাটির দিকে বসানো হয়েছে। নেভিগেশন লাইটগুলো বিশেষভাবে স্থাপন করা হয়েছে যেন নৌযানগুলো রাতে বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সেতুর অবস্থান এবং পথ সঠিকভাবে চিহ্নিত করতে পারে।
তিনি আরও জানান, এই ব্যবস্থা কেবল নিরাপত্তার জন্যই নয়, বরং সেতুর সার্বিক কার্যক্রম ও পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও কার্যকর করবে।
Comments