গাজীপুরে শিক্ষার্থীদের অবরোধে আটকে আছে ৭ ট্রেন

গাজীপুরে হাইটেক পার্ক স্টেশনে শিক্ষার্থীদের অবরোধ। ছবি: স্টার

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় শিক্ষার্থীদের রেললাইন অবরোধের কারণে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ আছে।

আজ সোমবার দুপুর ২টা পর্যন্ত এই রুটের বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে অন্তত সাতটি ট্রেন। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

দুপুর পৌনে ২টায় জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনে যাত্রী নিয়ে দাঁড়িয়ে আছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈরে অবরোধ শুরুর পরই বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে যায়। এর মধ্যে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস টাঙ্গাইলে, ঢাকা থেকে বুড়িমারীগামী বুড়িমারী এক্সপ্রেস ঢাকার মৌচাকে, রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস টাঙ্গাইলের মহেরা স্টেশনে, ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনে, ঈশ্বরদী থেকে ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস মির্জাপুরে এবং দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশনে আটকে পড়ে। এ ছাড়া খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস খুলনায় আটকে থাকার খবর পাওয়া গেছে।

দুপুর ২টায় আন্দোলনরত শিক্ষার্থী ইউনুস আলী দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা এখনো আন্দোলনে আছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। সেনাবাহিনীর সদস্যা এখানে এসেছেন।

সম্প্রতি বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামে গেজেট প্রকাশ করা হয়। তবে শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন 'বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি' করতে হবে।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম পরিবর্তন করে জাতীয় পরিচয় বহনকারী নতুন নাম দেওয়া হোক।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

8h ago