রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

বাংলাদেশে ভূমিকম্প
প্রতীকী ছবি | সংগৃহীত

আজ সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই কম্পন অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পটি সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে অনুভূত হয়। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রুবায়েত কবীর জানান, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিমবঙ্গ ও ওড়িশার সীমান্তবর্তী বঙ্গোপসাগরে। ফলে, উপকূলীয় জেলাগুলো বেশি প্রভাবিত হয়েছে।

তিনি আরও জানান, ভূমিকম্পের উপকেন্দ্র বাংলাদেশ থেকে ৫০১ কিলোমিটার দূরে ছিল। বাংলাদেশে এর কম্পন খুব কম মাত্রায় অনুভূত হয়েছে।

Comments

The Daily Star  | English
Health Sector Reform Commission submits report to Yunus

Health Sector Reform Commission submits report to Yunus

Calls for constitutional obligation of primary healthcare

50m ago