রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৫.৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
আবহাওয়াবিদ রুবাইয়াত কবীর দ্য ডেইলি স্টারকে বলেন, '১১টা ৩৬ মিনিটে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি একটি মাঝারি ধরনের ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার উত্তর-পূর্বে মিয়ানমার-ভারত সীমান্তে।'
Comments