ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়ে আমাদের ভাবনা আছে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাবেক এক শিক্ষকের প্রাইভেটকারের চাপায় এক নারী নিহতের ঘটনাকে মর্মান্তিক, অমানবিক এবং নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাবেক এক শিক্ষকের প্রাইভেটকারের চাপায় এক নারী নিহতের ঘটনাকে মর্মান্তিক, অমানবিক এবং নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চারুকলা অনুষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবিনা আক্তার তার দেবরের সঙ্গে মোটরসাইকেলে তেজগাঁও থেকে হাজারীবাগের উদ্দেশে যাচ্ছিলেন। চারুকলা অনুষদের সামনের রাস্তায় পেছনে থেকে একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি নিচে পড়ে যান। তিনি প্রাইভেটকারের সঙ্গে আটকা পড়লেও চালক গাড়ি থামাননি।

গাড়িটি চালাচ্ছিলেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক আজহার জাফর শাহ। ২০১৮ সালে তাকে চাকরিচ্যুত করা হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়। 

দুর্ঘটনা প্রসঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা খুবই মর্মান্তিক, অমানবিক এবং নিষ্ঠুর একটি ঘটনা। যিনি এ ঘটনা ঘটিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। আমি উপাচার্য হওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম।'

'ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়টি আমাদের ভাবনায় আছে,' যোগ করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক শিক্ষক আজহার জাফর শাহের গাড়িতে ওই নারীকে আটকে গেলেও, তিনি গাড়ি না থামিয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত যান। পেছন থেকে অনেকে গাড়ি থামাতে বললেও চালক শোনেননি। 

পরে নীলক্ষেত এলাকায় উপস্থিত জনতা গাড়িটি থামিয়ে চালককে গণপিটুনি দিয়ে মারাত্মক আহত করে এবং গাড়িটি ভাঙচুর করে।

গণপিটুনিতে আহত আজহার জাফর শাহ এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

The sand, carried by the floodwaters from the Teesta river, has rendered the land unsuitable for cultivation.

49m ago