পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেলে নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল ছত্রভঙ্গ

রাজধানীর পল্টন মোড় এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিলে লাঠিপেটা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেছে।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে। 

ছবি: রাশেদ সুমন/স্টার

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষ হওয়ার পরেই হিযবুত তাহরীরের ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এসময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা অলিগলিতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে তারা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে। পুলিশ এসময় সাউন্ড গ্রেনেড ছোড়ে। তখন মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায়।

এসময় পুলিশকে মিছিলে অংশ নেওয়া হিযবুত তাহরীরের বেশ কয়েকজন সদস্যকে আটক করে নিয়ে যেতে দেখা গেছে।

ছবি: রাশেদ সুমন/স্টার

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম ডেইলি স্টারকে বলেন, 'নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

'তাদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সঠিক সংখ্যা পরে জানাতে পারব', বলেন তিনি।

এর আগে, নিষিদ্ধঘোষিত সংগঠনটি আজ 'মার্চ ফর খেলাফত' কর্মসূচির ডাক দেয়। তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলেছে, তাদের এ ধরনের কার্যক্রম দেশের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

গতকাল রাত সোয়া ১২টার দিকে ঢাকার উত্তরা থেকে হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)।

ছবি: হেলিমুল আলম/স্টার

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বায়তুল মোকাররম মসজিদ এলাকায় 'মার্চ ফর খিলাফত' নামে সমাবেশ পালন-সংক্রান্ত গোপন পরিকল্পনার সঙ্গে জড়িত থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Khaleda leaves London for Dhaka in air ambulance

Fakhrul urges BNP supporters to keep roads free, ensure SSC students can reach exam centres

5h ago