পঙ্গু হাসপাতালে কর্মীদের সঙ্গে গণঅভ্যুত্থানে আহতদের সংঘর্ষ, কর্মবিরতি

কর্মবিরতি পালন করায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা বন্ধ হয়ে আছে। ছবি: শাহীন মোল্লা/স্টার

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে হাসপাতাল কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ সোমবার দুপুর ১টার দিকে দিকে এ সংঘর্ষে শিক্ষার্থী, আনসার, কর্মচারীহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

সংঘর্ষের পর হাসপাতালের কর্মীরা কর্মবিরতি শুরু করেন। বিকেল ৫টায় এই প্রতিবেদন তৈরি পর্যন্ত কর্মবিরতি চলছিল। 

হাসপাতালের কর্মীদের বরাতে ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টার সংবাদদাতা জানান, দুপুর ১টা থেকে হাসপাতালে কর্মবিরতি চলছে। এতে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্মবিরতির কারণে হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত বন্ধ দেখা গেছে এবং প্রায় ৩০ মিনিট অস্ত্রোপচার বন্ধ ছিল।

হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতদের একজন ডেইলি স্টারকে বলেন, 'গত আগস্ট থেকে আমরা এখানে ভর্তি আছি। এখানে হাসপাতাল কর্মীদের চাওয়ার শেষ নেই। সব জায়গায় তাদের টাকা দিতে হয়।'

'গতকাল একজনের রক্তের দাম বেশি নিচ্ছিল এক কর্মী। তার সঙ্গে বাগবিতণ্ডার জেরে আজ দুপুর দেড়টায় আমাদের আহত দুই শিক্ষার্থীকে কর্মী ও বহিরাগত দালাল মিলে মারধর করে। খবর পেয়ে আমরা আহতদের অনেকেই নেমে এসে তাদের থামানোর চেষ্টা করছি। পরে তাদের সঙ্গে আমাদের সংঘর্ষ বাধে,' বলেন তিনি।

হাসপাতালের এক কর্মী জানান, সংঘর্ষে অন্তত ৪-৫ জন কর্মী আহত হয়েছেন।

সংঘর্ষের সময় হাসপাতাল পরিচালকের কার্যালয়সহ হাসপাতালের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়। গুরুতর আহত অনেক রোগীকে চিকিৎসা ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন।

Comments

The Daily Star  | English

RMG leaders urge rate cuts, energy fixes as US tariffs loom

Industry leaders urged the government to urgently address these domestic constraints.

36m ago