১০ দাবিতে সারাদেশে পেট্রলপাম্প বন্ধ

ছবি: প্রবীর দাশ/স্টার

তেল বিক্রয়ের কমিশন ন্যূনতম সাত শতাংশ করা, সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমির ইজারা মাশুল কমানোসহ ১০ দফা দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশের বেশিরভাগ পেট্রলপাম্প বন্ধ রয়েছে।

আজ রোববার দুপুর ২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করবে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।

আন্দোলনকারীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • পেট্রলপাম্প যেহেতু কোনো শিল্প নয়, তাই বিভিন্ন কারণে পরিবেশ অধিদপ্তর, কলকারখানা অধিদপ্তর কিংবা ফায়ার সার্ভিস থেকে নিবন্ধন বাতিলের বিধান বন্ধ করতে হবে।
  • পাম্পের সংযোগ সড়কের ইজারাপ্রাপ্ত ভূমির নবায়ন সহজ করতে হবে।
  • বিএসটিআই শুধু ডিসপেন্সিং ইউনিট, স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাইয়ের কার্যক্রম পরিচালনা করতে পারবে।
  • দেশের বিভিন্ন স্থানে যত্রতত্র জ্বালানি তেল বিক্রয় বন্ধ করতে হবে।
  • ট্যাংকলরির কাগজপত্র পরীক্ষার নামে রাস্তায় ট্যাংকলরি থামানো যাবে না।

Comments

The Daily Star  | English
Gunfight

Local BNP leader shot dead in Dhaka’s Badda

When Kamrul was sitting on a chair on the roadside and talking with 2-3 people, two assailants on foot came from behind and shot him before fleeing the scene

3h ago