চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে ফেরিসেবা চালু

চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে ফেরিসেবা উদ্বোধন হয়েছে। এর মাধ্যমে ফেরি যুগে প্রবেশ করল চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ।
আজ সোমবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেরার বাঁশবাড়িয়া ঘাটে পাঁচজন উপদেষ্টার সঙ্গে ফেরি সেবার উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
পরে সকাল নয়টায় উপদেষ্টাদের বহন করে ফেরিটি সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে সকাল ১০টা ৫৫ মিনিটে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে এসে পৌঁছে।
চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে ফেরি চালুর মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি যাত্রার সূচনা হলো।
স্থানীয়রা জানান, ফেরিসেবা চালু হওয়ায় দ্বীপ উপজেলা সন্দ্বীপের চার লাখ মানুষের যাতায়াতের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।
ফেরি উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
Comments