২ উপজেলার ২১ ওয়ার্ড নিয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার কাজ শুরু

বগুড়া পৌরসভা। ফাইল ছবি: সংগৃহীত
বগুড়া পৌরসভা। ফাইল ছবি: সংগৃহীত

দেশের ১৩ নম্বর সিটি করপোরেশন হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পৌরসভা বগুড়া পৌরসভা। স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।

বগুড়া সদর উপজেলার ১৮টি ওয়ার্ড ও শাজাহানপুর উপজেলার ৩ ওয়ার্ডের অংশবিশেষ নিয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে।

এরই মধ্যে পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীতকরণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

দুই উপজেলার ২১টি ওয়ার্ডের ৫৭টি মৌজার নাম, জেএল নম্বর, দাগ নম্বরসহ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।

আগামীকাল তা সংবাদমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহ জাহান আলম। 

গত ১০ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ, স্থানীয়দের মতামত আমলে নিয়ে এবং কোনো ধরনের আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত প্রতিবেদন পাঠানোর জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।

এর আগে ফেব্রুয়ারিতে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য জেলা প্রশাসক হোসনা আফরোজা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠান।

'সিটি করপোরেশন প্রতিষ্ঠা বিধিমালা ২০১০' অনুযায়ী কোনো পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে হলে সেখানকার জনসংখ্যা অন্তত চার লাখ হতে হবে। পাশাপাশি, প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব নূন্যতম তিন হাজার ও ওই অঞ্চলের বার্ষিক আয় ১০ কোটি টাকা হতে হবে ।

অন্যান্য মানদণ্ডের মধ্যে প্রস্তাবিত পৌরসভার আয়তন অন্তত ২৫ বর্গকিলোমিটার হতে হবে।

সেই সঙ্গে থাকতে হবে প্রয়োজনীয় ভৌত অবকাঠামো ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান।

বগুড়া জেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী প্রস্তাবিত বগুড়া পৌরসভার বর্তমান স্থায়ী বাসিন্দার সংখ্যা চার লাখ ২২ হাজার ৯৬৯ (জনসংখ্যা ও গৃহগণনা-২২) এবং আয়তন ৫১ দশমিক ৭৯ বর্গ কিলোমিটার।

এছাড়া পৌরসভা অঞ্চলে হালকা প্রকৌশল শিল্পসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে।

সিটি করপোরেশন প্রতিষ্ঠার শর্ত অনুযায়ী গণবিজ্ঞপি প্রকাশের ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এ বিষয়ে তাদের মতামত ও আপত্তি জানাতে পারবেন।

কেউ আপত্তি জানালে পরবর্তী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসক প্রয়োজনীয় শুনানি ও যোগাযোগ শেষে সরকারের কাছে প্রতিবেদন জমা দেবেন।

প্রতিবেদন পাওয়ার পর যদি সরকার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার সিদ্ধান্ত নেয়, তাহলে সে অনুযায়ী প্রজ্ঞাপন প্রকাশ করবে।

Comments

The Daily Star  | English

Sada Pathor Looting: Admin officials, law enforcers involved

Some government officials  including members of law enforcement agencies were involved in the rampant looting of stones from Bholaganj’s Sada Pathor area, found a probe committee of the Sylhet district administration.

1h ago