ত্রিশালে চলন্ত দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন

দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাতকামাইর এলাকায় 'দেওয়ানগঞ্জ কমিউটার' ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ত্রিশালের ধলা স্টেশন পার হওয়ার পরপরই চলন্ত ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে। এসময় ইঞ্জিন থেকে প্রচুর ধোঁয়া বের হতে থাকে, যা দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, ট্রেনের ইঞ্জিন অংশে আগুন জ্বলছে এবং ঘন কালো ধোঁয়ায় চারপাশ ছেয়ে গেছে।

ঢাকা-ময়মনসিংহ রেল রুটের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী দ্য ডেইলি স্টারকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এই ঘটনার পরেও জয়দেবপুর জংশন থেকে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

তবে স্থানীয় সূত্রগুলো জানায়, অগ্নিকাণ্ডের ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথের সাতকামাইর অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ১১টার দিকে শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে জানান, ফায়ারফাইটার বেলাল আহমেদের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

Comments

The Daily Star  | English

Jucsu election set for July 31 after 33-year gap

The first election to the Jahangirnagar University Central Students' Union (Jucsu) in 33 years will be held on July 31

Now