দলের নিবন্ধনের রায় পেয়ে সিইসির সঙ্গে জাগপা নেতাদের সাক্ষাৎ

আদালতের আদেশে দলের নিবন্ধন ফিরে পেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিনিধি দল।
এই সাক্ষাতে গণতন্ত্রকামী এবং অনিবন্ধিত সব রাজনৈতিক দলের জন্য নিবন্ধনের কঠিন নিয়ম সহজ করার ব্যাপারে নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টি আকর্ষণ করেছে দলটির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাগপা সভাপতি তাসমিয়া প্রধানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলে ছিলেন জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার এবং যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।
সাক্ষাৎ শেষে তাসমিয়া প্রধান সাংবাদিকদের বলেন, '২০২১ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার তৎকালীন ইসি অবৈধভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করে। হাইকোর্টের আদেশে ৪ বছর পর গত ১৯ মার্চ আমরা আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি। আজ সাক্ষাতে সিইসিকে সেই বিষয়ে অবগত করেছি। একই সাথে বাংলাদেশের গণতন্ত্রকামী এবং অনিবন্ধিত সকল রাজনৈতিক দলের জন্য নিবন্ধনের কঠিন নিয়ম সহজ করার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি।'
রাজনৈতিক দলের নিবন্ধনে আইনের বিধিবিধানের শর্ত পূরণ না করার কথা উল্লেখ করে ২০২১ সালের ২৮ জানুয়ারি জাগপার নিবন্ধন বাতিল করেছিল ইসি। নিবন্ধন বাতিলের ব্যাপারে ইসির পক্ষ থেকে বলা হয়েছিল, জেলা ও উপজেলায় কার্যালয় ও ভোটার না থাকায় জাগপার নিবন্ধন বাতিল করা হয়েছে।
ওই বছরই ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেছিলেন তাসমিয়া প্রধান। রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর প্রাথমিক রুল দেন আদালত। চলতি বছরের ১৯ মার্চ জাগপার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ বলে রায় দেওয়া হয়।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তাসমিয়া প্রধান বলেন, 'আমরা চাই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় হস্তক্ষেপমুক্ত হোক। আশা করি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন এ ব্যাপারে শক্ত ভূমিকা পালন করবে।'
Comments