শিক্ষক সংকট নিরসন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের দাবি পাহাড়ি ছাত্র পরিষদের

শিক্ষক সংকট নিরসন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

এই দাবি আদায়ে ঐক্যবদ্ধ হতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে কাউন্সিল পরবর্তী নতুন কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে পিসিপির নবনির্বাচিত সভাপতি অমল ত্রিপুরা এই আহ্বান জানান।

গতকাল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে পিসিপির ২৭তম কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন হয়। এতে অমল ত্রিপুরাকে সভাপতি, শুভাশীষ চাকমাকে সাধারণ সম্পাদক ও রোনাল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রামের ডিসি হিল থেকে এক শুভেচ্ছা মিছিল বের হয়। নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে এসে সমাবেশ করেন।

দেশের সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে অমল ত্রিপুরা বলেন, গণঅভ্যুাত্থান পরবর্তী এ দেশের জনগণের একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষা ছিল। দেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং ধর্মীয় ও সংখ্যালঘু জাতিসত্তা, নারী-শিশু ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে এমনটাই তারা আশা করেছিল।

কিন্তু আমরা লক্ষ করছি, দেশের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ বিপরীতে ধাবিত হচ্ছে। পুলিশ-প্রশাসন প্রতিনিয়ত সভা-সমাবেশে হামলা করছে। দিনে-দুপুরে লুটপাট, ডাকাতির ঘটনা ঘটছে, হত্যা-খুন, গুম, বিচার বহির্ভূত হত্যা ও নারী-শিশু ধর্ষণ মতো জঘন্যতম ঘটনা সংঘটিত হচ্ছে। এই ঘটনাগুলো দেশের মানুষকে উদ্বেগ উৎকন্ঠার মধ্যে ফেলেছে। এগুলো বন্ধ হওয়া দরকার এবং এ জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সহসাধারণ সম্পাদক রূপন মারমা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Manifesto for a new Bangladesh on Aug 3

National Citizen Party Convener Nahid Islam yesterday said they will declare the manifesto for a new Bangladesh on August 3 at Central Shaheed Minar.

4h ago