মশা নিয়ন্ত্রণে ডিএসসিসি’র ৫০০ কর্মী মোতায়েন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মশা নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ৫০০ জন মশা নিয়ন্ত্রণ ও স্যানিটেশন কর্মী মোতায়েন করে বিশেষ অভিযান পরিচালনা করছে।
আজ শনিবার খিলগাঁও ও উত্তর শাহজাহানপুর এলাকায় ডিএসসিসি'র প্রশাসক মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় বাসিন্দারা সক্রিয়ভাবে অংশ নেন।
বর্ষা মৌসুমের আগে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এবং মশাবাহিত রোগ প্রতিরোধ করতে এই অভিযান পরিচালিত হচ্ছে।
ডিএসসিসি'র মুখপাত্র জোবায়ের হোসেন জানান, এই অভিযান সকাল ৬টা থেকে শুরু হয়। উত্তর শাহজাহানপুর, এর আশপাশের জলাভূমি ও সংলগ্ন এলাকায় এই কার্যক্রম চলছে।
অভিযানে অংশ নেওয়া দলগুলো মশা মারার ওষুধ ছিটিয়ে ও আবর্জনা পরিষ্কার করে মশার, বিশেষ করে ডেঙ্গু বিস্তারকারী এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে।
ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, 'বর্ষা শুরুর আগে আমরা ডেঙ্গুর বিরুদ্ধে দ্বিস্তর বিশিষ্ট অভিযান শুরু করেছি। প্রথম স্তরে নিয়মিত মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। আর দ্বিতীয় স্তরে বিশেষ অভিযান ও সচেতনতামূলক র্যালিসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। ডিএসসিসির ১০টি জোনে এসব কার্যক্রম চলবে।'
তিনি জানান, এর আগে একই ধরনের অভিযান যাত্রাবাড়ী ও ধানমন্ডিতেও পরিচালিত হয়েছে।
নগরীর বাসিন্দাদের সতর্ক থাকতে এবং তিন দিন পরপর বাড়ির ভেতর, ফুলের টব, অ্যাকুরিয়াম ও বারান্দায় জমে থাকা পানি ফেলে দিতে আহ্বান জানান প্রশাসক।
তিনি বলেন, 'ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন ও নাগরিকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।'
ডিএসসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, সব বিভাগীয় প্রধান এবং স্থানীয় বাসিন্দারা অভিযানের সময় উপস্থিত ছিলেন।
Comments