৪ জেলা দিয়ে ভারত থেকে কমপক্ষে ৫৪ জনকে ‘পুশ ইন’

প্রতীকী ছবি

ভারত থেকে দেশের চার জেলার সীমান্ত দিয়ে অন্তত ৫৪ জনকে 'পুশ ইন' করার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই ৫৪ জনকে ঠেলে দেওয়ার তথ্য পাওয়া গেছে।

মৌলভীবাজারে দুটি সীমান্ত এলাকা দিয়ে অন্তত ২৫ জনকে ঠেলে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, এদের মধ্যে ১৯ জনকে শ্রীমঙ্গল উপজেলার কাকমারা সীমান্ত দিয়ে 'পুশ ইন' করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন, তারা সবাই বাংলাদেশের নাগরিক।

'এই লোকগুলোকে কাকমারা সীমান্ত এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা থানায় ফোন করার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে,' বলেন তিনি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, 'শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ১৯ জনকে আটকের খবর নিশ্চিত করেছেন। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে।'

এদিন ভোরে কমলগঞ্জ উপজেলায় ঢালাই সীমান্ত দিয়ে অন্তত ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া।

তিনি জানান, তাদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। তারা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকে সকালের মধ্যে খাগড়াছড়ির দুটি সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত।

তাদের মধ্যে নয়জনকে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে এবং বাকি ছয়জনকে পানছড়ি উপজেলা সীমান্ত দিয়ে 'পুশ ইন' করা হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ (বৃহস্পতিবার) মোট ১৫ জনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে।'

যোগাযোগ করা হলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে। আটকদের মধ্যে সাতজন নারী ও দুজন পুরুষ।

তাদের বিজিবির তত্ত্বাবধানে একটি স্থানীয় স্কুলে রেখে পরিচয় যাচাই করা হচ্ছে, যোগ করেন তিনি।

পাঁচছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা নাসরিন বলেন, সকালে ছয়জনকে পাঁচছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে 'পুশ ইন' করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ।

এদিন সকালে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে বিএসএফের বিরুদ্ধে আটজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

বিজিবি কুষ্টিয়ার ৪৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোরশেদ রহমান জানান, এই দলে দুই শিশু, তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।

তিনি বলেন, বিএসএফ পুশ ইন করার পর তারা যখন বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে সীমান্ত সড়ক ধরে হাঁটছিলেন, তখন বিজিবির একটি দল তাদের আটক করে। তারা সবাই বাংলাদেশি নাগরিক। পরিচয় যাচাইয়ের পর তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

সকালে ফেনীর সদর উপজেলার জোয়ার কাছাড় সীমান্ত দিয়ে বিএসএফের বিরুদ্ধে একটি পরিবারের চার সদস্যকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

বিজিবি কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, তাদের বিজিবি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

যোগাযোগ করা হলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, তারা বাংলাদেশের নাগরিক এবং তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Comments

The Daily Star  | English
AI-manipulated image of Shahbagh engineering students’ protest, DMP claims

Debunking DMP claim, frame by frame

The Daily Star photographer, who was present at the scene, described the incident as it unfolded

1h ago