গোপালগঞ্জে শনিবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ

গোপালগঞ্জে গত বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়। ছবি: হাবিবুর রহমান/স্টার

গোপালগঞ্জ জেলায় চলমান কারফিউ আগামীকাল শনিবার ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

আজ শুক্রবার বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে হামলাকে কেন্দ্র করে গত বুধবার রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করে প্রশাসন।

বৃহস্পতিবার অনির্দিষ্টকালের কারফিউ জারির কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এর মধ্যে আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে।

নতুন নির্দেশনায় বলা হয়, কারফিউ আগামীকাল শনিবার ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ অন্যান্য জরুরি সেবা এবং কারফিউ পাশধারী গণমাধ্যমকর্মী এর আওতামুক্ত থাকবেন।

গত বুধবারের সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন। হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত গোপালগঞ্জ শহরে ৪৫ জন ও অন্যান্য উপজেলায় অন্তত ৯০ জনকে গ্রেপ্তার করেছে।


 

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

6h ago