ঐকমত্য কমিশনের আলোচনায় পুলিশ কমিশন গঠনের প্রস্তাব

ছবি: স্টার

দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ১৯তম দিনের বৈঠক চলছে। এতে গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব হিসেবে পুলিশ কমিশন গঠন আলোচনার কেন্দ্রে রয়েছে।

আজ রোববার সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হয়।

সংলাপের এই পর্বে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় এসেছে। সেগুলো হলো: রাষ্ট্রের মৌলিক নীতিমালা এবং নাগরিকদের মৌলিক অধিকার প্রসার।

পুলিশ কমিশন গঠনের প্রস্তাবটি প্রথম দফার ১৬৬টি সংস্কার ইস্যুর মধ্যে ছিল না। তবে পেশাদারত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন করে এটি তোলা হয়েছে।

দ্বিতীয় দফা সংলাপে অংশ নিচ্ছে প্রায় ৩০টি রাজনৈতিক দল, যারা বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছে।

চলমান এই সংলাপে ২০টি গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে আলোচনা শেষে ৩১ জুলাইয়ের মধ্যে একটি ঐক্যবদ্ধ অবস্থান চূড়ান্ত করতে চায় কমিশন।

গত ২ জুন দ্বিতীয় দফা সংলাপের উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুগুলোতে একটি সমন্বিত জাতীয় অবস্থান গঠনের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে, ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম দফার সংলাপে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করে কমিশন।

Comments

The Daily Star  | English
Can monetary policy rescue the economy?

Can monetary policy rescue the economy?

The question remains whether this policy can rescue the economy from the doldrums and place it firmly on the path of vibrancy.

7h ago