কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, খুলে দেওয়া হবে জলকপাট

ছবি: স্টার

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার খুব কাছে পৌঁছে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র বাঁধের ১৬টি জলকপাট (স্পিলওয়ে) খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার বিকেল ৩টা থেকে প্রতিটি কপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।

তিনি জানান, বর্তমানে হ্রদে ১০৭ ফুট পানি আছে। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট। বিপৎসীমা অতিক্রম করলে বাঁধের নিরাপত্তা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য জলকপাট দিয়ে পানি ছাড়া হয়।

কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই মুহূর্তে হ্রদের ইনফ্লো (পানির প্রবাহ) এবং বৃষ্টিপাতের পরিমাণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি হ্রদে পানির স্তর অপ্রত্যাশিতভাবে বাড়তে থাকে, তবে জলকপাট আরও বেশি খোলা হতে পারে। প্রাথমিকভাবে, জলকপাটগুলো ৬ ইঞ্চি খোলা হলে ৯,০০০ কিউসেক পানি নির্গত হবে।

তবে লেকের পানির স্তর কমে গেলে জলকপাট খোলার সিদ্ধান্ত পরিবর্তন করে মঙ্গলবারও নেওয়া হতে পারে। এটি সম্পূর্ণভাবে হ্রদে পানির স্তর বাড়া বা কমার ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন ব্যবস্থাপক।

Comments

The Daily Star  | English

Exports rise 25% in July

RMG shipments grew 25 percent year-on-year to $3.96 billion

1h ago