আজ নয় কাপ্তাই হ্রদের জলকপাট খোলা হবে কাল

ছবি: স্টার

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি থাকায় আগামীকাল মঙ্গলবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, আজ সোমবার বিকেলে বাঁধ খুলে দেওয়ার কথা জানিয়েছিল কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ বিকেল ৩টায় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।'

আগামীকাল মঙ্গলবার সকালে স্পিলওয়ে খোলার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। 

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের সই করা এক নোটিশে বলা হয়েছে, কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপৎসীমার নিকটবর্তী হওয়ায় আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের গেট খুলে পানি ছেড়ে দেওয়া হবে।

তবে, জরুরি পরিস্থিতিতে এর আগে যেকোনো সময় স্পিলওয়ের গেট খুলে পানি ছেড়ে দেওয়া হতে পারে। কর্ণফুলী নদী তীরবর্তী জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হয়েছে নোটিশে।

বর্তমানে কাপ্তাই লেকে ১০৭ দশমিক ৮৪ ফুট পানি রয়েছে। লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট। 

লেকে ১০৯ ফুটের কাছাকাছি পানি হলে বাঁধের ১৬টি স্পিলওয়ে দিয়ে পানি ছেড়ে দেয় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

কাপ্তাই লেকে বাঁধ দেওয়া অংশে ১২ দশমিক ২ মিটার দৈর্ঘ্য ও ১১ দশমিক ৩ মিটার প্রস্থের ১৬টি স্পিলওয়ে বা স্লুইসগেট রয়েছে। এগুলো একসঙ্গে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক পানি নির্গমন করতে পারে।

Comments

The Daily Star  | English

July killings: Court orders exhumation of 114 bodies for identification

A Dhaka court today ordered the authorities concerned to exhume 114 bodies of individuals killed during the July uprising in order to identify them

43m ago