নুরের মাথায় আঘাত রয়েছে, নাক ও চোয়ালের হাড় ভেঙেছে: চিকিৎসক

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মাথায় আঘাত রয়েছে। তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ এসব তথ্য জানান।
তিনি জানান, নুরের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরসহ আহত হয় বেশ কয়েকজন।
ডা. মোস্তাক আহমেদ আরও বলেন, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে নুরুল হককে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এসময় নুর রক্তাক্ত ও তার নাকের ভেতর গজ ব্যান্ডেজ দেওয়া ছিল। এরপর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
তিনি বলেন, রাতেই তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে৷ সকালেও মাথার সিটিস্ক্যান করানো হয়েছে৷ তাতে দেখা গেছে তার মাথায় আঘাত রয়েছে। এছাড়া নাকের হাড় ও ডান চোয়ালের হাড়ও ভেঙে গেছে। মাথার ভেতর রক্তক্ষরণ হলেও তা অতিসামান্য। তার চোখ, মুখ ফোলা রয়েছে।
সকালে নিউরোসার্জারি বিভাগ, নাক-কান-গলা বিভাগ, চক্ষু বিভাগ, ক্যাজুয়েলটি বিভাগের চিকিৎসকেরাসহ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেছে। তবে তার কোনো অস্ত্রোপচার লাগবে না বলে মনে করছে বোর্ড। এখনও তাকে শঙ্কামুক্ত বলা যাবে না।
মেডিকেল বোর্ড তার চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করার জন্য মিটিংয়ে বসার কথা রয়েছে।
Comments