অভিযানে উদ্ধারকৃত গাঁজা কম দেখানোর অভিযোগে ৩ পুলিশ কর্মী প্রত্যাহার

নাটোরে অভিযান চালিয়ে উদ্ধারকৃত গাঁজার পুরোটা জব্দ তালিকায় না দেখিয়ে আত্মসাৎ করার অভিযোগ ওঠায় এক পুলিশ উপ-পরিদর্শক ও দুই কনস্টবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
নাটোর জেলা পুলিশ থেকে জানা যায়, এ ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।
অভিযুক্তরা হলেন—নাটোরের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক এবং কনস্টেবল আব্দুর রহমান ও শাহ আলম।
আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে নাটোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বরাইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোর জানা, গতকাল ওই তিন পুলিশ কর্মীকে নাটোর পুলিশ লাইনে ক্লোজ করে তদন্ত শুরু হয়েছে।
গত মঙ্গলবার ভোররাতে নাটোরের ছাতিয়ানগাছা মোল্লাপাড়া মোর এলাকায় অভিযান চালিয়ে একটি কাভারভ্যান থেকে ১৪টি প্যাকেটে ২৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় কাভারভ্যান জব্দ ও চালককে আটক করা হয়।
তবে অভিযুক্তরা এ ঘটনায় সাত কেজি গাঁজা জব্দ করা হয়েছে মর্মে থানায় জব্দ তালিকা জমা দেন বলে জানান বরাইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরওয়ার।
Comments