আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, দুমকিতে ১৪৪ ধারা

পটুয়াখালী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

পটুয়াখালীর দুমকি উপজেলায় একই স্থানে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা শহরে এ ধারা জারি করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সই করা আদেশে বলা হয়।

এ ঘোষণার পর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান আজ সকাল ৯টায় দুমকি সিনেমা হল পট্টি এলাকায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন। দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ একই সময়ে একই স্থানে সমাবেশের ঘোষণা দেন।

অপ্রীতিকর ঘটনা এড়াতে দুমকি উপজেলা শহর ও পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান ডেইলি স্টারকে বলেন, 'আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় সংঘাত এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Licence to fly: Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago