চট্টগ্রামে বিএনপির ৫৬ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের ৩ মামলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৫৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
CTG Map
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৫৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মামলায় শুক্রবার রাতে বাঁশখালী পৌরসভা এলাকা থেকে দক্ষিণ জেলা মহিলা বিএনপি নেত্রী জান্নাতুল নাঈমাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) এসএম আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সংঘর্ষের ঘটনায় দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৫৬ জন এবং অজ্ঞাতনামা ১ হাজার নেতা-কর্মীকে আসামি করে ৩টি মামলা দায়ের করেছে পুলিশ।'

তিনি বলেন, 'মামলায় তাদের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশের ওপর হামলা, ভাঙচুর, বিস্ফোরণ ঘটানো এবং কাজে বাধা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।'

শুক্রবার সন্ধ্যায় বাঁশখালী উপজেলার কালীপুর এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ ৪৫ জন আহত হন। বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য নিত্যপ্রণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুলিশ লাঠিচার্জ করে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

Comments