ডিসি পার্কে সংঘর্ষ: চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহন বন্ধ 

চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর। ছবি: স্টার ফাইল ফটো

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে ডিসি পার্কের নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহন বন্ধ করে দিয়েছেন কন্টেইনার পরিবহনকারী প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকরা।

এ বিষয়ে বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডা'র মুখপাত্র রুহুল আমিন সিকদার জানান, ওই সংঘর্ষের জের ধরে প্রাইম মুভার ট্রেইলার ড্রাইভারদের কর্মবিরতির কারণে গতকাল রাত ৮টা থেকে চট্টগ্রাম বন্দর এবং ২১টি বেসরকারি কন্টেইনার ডিপোর মধ্যে আমদানি-রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন বন্ধ রয়েছে। 

চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ জানান, ডিসি পার্কের নিরাপত্তাকর্মীরা একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন ড্রাইভার ও শ্রমিককে মারধর করার প্রতিবাদে এই কর্মবিরতি চলছে।

গতকাল সন্ধ্যায় ফৌজদারহাট-চট্টগ্রাম বন্দর টোল রোডের পাশে অবস্থিত ডিসি পার্কে ঘটনার সূত্রপাত। যেখানে এক মাস ধরে চলছে ফুল উৎসব। 

গতকাল সন্ধ্যা ৭টার দিকে পার্কের পার্কিং লট থেকে একটি প্রাইভেটকার রাস্তায় বের হওয়ার সময় বন্দর থেকে আসা একটি প্রাইম মুভারকে পার্কের এক নিরাপত্তা কর্মী থামার সংকেত দিলেও ওই গাড়িটি গতি না কমিয়ে প্রাইভেট কারের একেবারে কাছে এসে ব্রেক করে, ফলে প্রাইভেটকারে হালকা ধাক্কা লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। প্রাইম মুভারটি বন্দর থেকে কন্টেইনার নিয়ে সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে যাচ্ছিল।

পরে পার্কের নিরাপত্তাকর্মীরা প্রাইম মুভারের ড্রাইভারকে নামিয়ে এর প্রতিবাদ জানায়। তবে ওই ড্রাইভার একইপথে আসতে থাকা অন্যান্য ট্রেইলার ড্রাইভারদের জানালে তারাও ঘটনাস্থলে এসে নিরাপত্তাকর্মীদের সঙ্গে বচসায় লিপ্ত হয়।
 
সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, যিনি ওই সময় পার্কের ভেতর দায়িত্বরত ছিলেন ঘটনা শুনে বাইরে এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তার কথায় ওই ড্রাইভাররা চলে যাওয়ার সময় বেশ কিছু লোক ঘটনাস্থলে এসে নিরাপত্তাকর্মীদের সঙ্গে মারামারিতে লিপ্ত হয়। একপর্যায়ে তারা পার্কের ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর করে। 

এ ঘটনার পরপর পরিবহন শ্রমিকরা নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগে পার্কের সামনে টোল রোডে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে রাত সোয়া ৯টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন। 

এর কিছু সময় পর রাত ১০টার দিকে প্রাইম মুভার শ্রমিকরা চট্টগ্রাম বন্দরের সিসিটি গেইটের কাছে সল্টগোলা ক্রসিংয়ে রাস্তার ওপর গাড়ি রেখে অবরোধ করেন। এতে রাতভর নগরীতে তীব্র যানজট দেখা দেয়। মধ্যরাতের পর আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা ব্যারিকেড তুলে নেন। পরে তারা বন্দরে কন্টেইনার পরিবহনে কর্মবিরতি শুরু করেন।

এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, শ্রমিকদের ওপর হামলায় দায়ী নিরাপত্তা কর্মী ও আনসার সদস্যদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।

Comments

The Daily Star  | English
International Crime Tribunal

ICT cases over July atrocities: Two-thirds of 206 accused absconding

Law enforcers have managed to arrest only 73 out of the 206 accused after the ICT issued warrants for their arrests

8h ago