চট্টগ্রামে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে আহত ২
চট্টগ্রামে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ সোমবার বিকেল ৫টার দিকে নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় এ ঘটনা ঘটে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিকেলে দুই পক্ষের সংঘর্ষে শোয়েব চৌধুরী বাচ্চু ও সোহেল নামে দুই ছাত্রলীগ কর্মী আহত হন।
ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, 'বাদামতলী মোড় এলাকায় বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশের পাশ দিয়ে মহানগর ছাত্রলীগের একটি অংশ মিছিল নিয়ে যাচ্ছিল। পরে দুই পক্ষ মিয়াখানের বাদামতলী মোড়ে মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়।'
Comments