‘সরকার পতনের আগ পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না’

বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, 'সরকার পতন হওয়ার আগ পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।'
আবদুল আউয়াল মিন্টু
ফেনীর সোনাগাজীতে বিএনপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, 'সরকার পতন হওয়ার আগ পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।'

সোমবার বিকেলে ফেনীর সোনাগাজীতে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

'বাংলাদেশে বর্তমানে কোনো বৈধ সরকার নেই' মন্তব্য করে তিনি বলেন, 'অবৈধ আওয়ামী লীগ সরকার মানুষের ন্যায্য ও মানবাধিকারসহ সব ধরনের অধিকার হরণ করছে। রাতে-দিনে হঠাৎ করে জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর বোঝা চাপিয়ে দিচ্ছে। দেশের সব মানুষকে তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিবাদ করতে হবে, যেন এ অবৈধ সরকার আর কোনো দিন ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকতে না পারে।'

'শেখ হাসিনা মানুষকে ১০ টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে বলে প্রতারণা করেছে। দেশের অর্থ লোপাট করে বিদেশে পাচার করছে। তারেক রহমানের নেতৃত্বে তাদের বিচার এ বাংলার মাটিতে হবে,' বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, 'শেখ হাসিনার উন্নতি সন্ধ্যা হলে মোমবাতি। এ অবৈধ সরকারের নেতাকর্মীরা বড় বড় কথা বলে। দেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পেছনের দরজা দিয়েও পালানোর সময় পাবে না। তাই এ অবৈধ সরকারকে উৎখাত করতে সোনাগাজীর মাটি থেকে আন্দোলন গড়ে তুলতে হবে। সরকার পতন হওয়ার আগ পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।'

উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সৈয়দ আলম ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিষয়ক সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সমন্বয়ক আকবর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলা উদ্দিন, এনডিপির চেয়ারম্যান আবু তাহের।

Comments

The Daily Star  | English

Create right conditions for Rohingya repatriation: G7

Foreign ministers from the Group of Seven (G7) countries have stressed the need to create conditions for the voluntary, safe, dignified, and sustainable return of all Rohingya refugees and displaced persons to Myanmar

6h ago