বিএনপির নেতা-কর্মীদের আন্দোলন দমনে গ্রেপ্তার করা হচ্ছে না: আইনমন্ত্রী

ছবি: স্টার

বিএনপি নেতা-কর্মীদের আন্দোলন দমন করতে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ দুপুরে ঢাকার ধামরাই উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, প্রকৃত অপরাধী যারা তাদের গ্রেপ্তার করে সরকার আইনের আওতায় আনার চেষ্টা করছে। বিএনপি শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করলে সরকার বাধা দেবে না। তবে কেউ জ্বালাও পোড়াও করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। বর্তমানে মিথ্যা মামলায় কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। তাদের নামে আগেই মামলা ছিল। আন্দোলন দমন করতে বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে না।

আনিসুল হক বলেন, বিএনপির শাসনামলে দেশের কোন উন্নয়ন হয়নি। কিন্তু আওয়ামী লীগের আমলে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

এসময় মন্ত্রী সাব-রেজিস্ট্রার অফিসে ভোগান্তি ও দুর্নীতির প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, প্রতিটি সাব-রেজিস্ট্রার অফিসেই একটি করে অভিযোগ বক্স বসানো হবে। সেবা নিতে আসা লোকজন যে কোনো বিষয়ে অভিযোগ করতে পারবে। সেই অভিযোগের কপিগুলো ঊর্ধ্বতন কর্মকর্তারাই তদারকি করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।

Comments

The Daily Star  | English
Cyberattack

Bangladesh's financial sector critically vulnerable to cyberattacks: experts

Strategic overhaul a must now to secure future, they said at an ICT Division event

53m ago